সেদিন রাতে একটি  তারা খসে পড়ার সাক্ষী থেকেছি আমি। দেখেছি লক্ষ-কোটি বছরের ইতিহাস মুছে ফেলে তাকে কালো আকাশের বুকে হারিয়ে যেতে।
তুমি দেখনি। তুমি তো তখন নরম বালিশে রঙিন স্বপ্নে মশগুল।
আমি দেখেছি।
ইতিহাস বই এর পাতায় সাজানো হরফের রোমাঞ্চে তোমার গা শিউরে ওঠে। কল্পনার রঙিন রঙে রাঙিয়ে তাকে দেখতে চাও তুমি। আর জীবন্ত ইতিহাস মুছে যাওয়ার খবর তুমি রাখ না।
আমি রেখেছি।