নদীতে ভেসে চলা এক টুকরো খড়কুটো।
মূল্যহীন। তবু বলে যায় বীজ থেকে ধান হয়ে ওঠার ইতিহাস। আর বলে রাক্ষসী নদীর বিজয় ইতিহাস। সমৃদ্ধ জনপদের তলিয়ে যাওয়ায় গল্প।
খড়কুটো?
খুব সামান্য। তবু অসামান্য।
চুপিচুপি বলে কালের ইতিহাস,
তলোয়ার আর গোলাবারুদ নয় -
অলিখিত অবহেলিত ইতিহাস।