আমি জানি সত্যি
শোন,সত্যি বলছি তোমায়;
মিথ্যের উপর হয়না কিছু
শুধু মিছে বাচার অভিনয় ।
সত্যরে তুমি চেন না
এমনি অজ্ঞ তুমি !
এ এক মিথ্যে আরেক সত্য
জানি আমি জানি ।
সন্ধ্যা তারা সত্য
সত্যি তুমি তারে চেন না ?
রাতে আঁধার ঘুমন্ত চোখ
সেও মিথ্যা না -
সত্য মিথ্যা পাপ-পূর্ণ্
সবই তুমি চেন;
তুবুও কেন এই মিথ্যা অভিনয়
সে ও কিন্তু সত্য, মিছে কিছু নয় !!