জীবন ঘনিষ্ঠ সময়ের ক্ষয়ে যাওয়া
সুমধুর ছন্দ কোমল;
কথা গুলো বড্ড নাছর বান্দা
হৃদয় জাগানো স্পন্দন ।


কাঁচা সোনা রঙ অবয়বে ছড়ানো প্রভা
  বড় পবিত্র,সৌন্দর্যের চির আধার
আমার চিরচেনা আদুরে মুখগুলো ।
যাদের পৃথিবী এখনো পরমাণু গর্ভে,
   মন আকাশের নীলে
রৌদ্র মেঘে দেয়নি দোলা,
বৃষ্টিরা এখনো দেয়নি জল
তৃষ্ণা বিন্দু হৃদয়ের পথ ধরে
বাষ্পরা সবে মেলেছে ডানা ।


চতুর্দশী কিংবা ষোড়শী
তোমাকেই বলছি শোন—
এখনো নয় তুমি শিশির শীতল ।
মেঘে মেঘে যায় বেলা
মাঝে রৌদ্রের আলো
স্বপ্নরা বড্ড হতচ্ছাড়া
ভির করে আসে সব এলোমেলো ।


তোমাকেই বলছি শোন--
সময় ডেকেছিল পথ,
এতটাই সহজ কী !
যতটা সহজ ভেবে ফেলে আসা !
তোমাকেই খুজে ফেরা অনাগত
সামনে বা পিছনে ;
নিজের কাছে নিজে,
কতটুকু বল দিতে পারে আড়াল !
তবুও তোমারি মতন চির অবোধ
অনুভূতিহীন শব্দ গুলো—
সময়ে পথ হেটে আমাদের পৃথিবী চেয়ে রয়
বড্ড বিচিত্র সেই মুখ !


তোমাকেই বলছি শোন—
এভাবেই দেখা হয়,
শান্ত স্তব্ধ গোধূলী আলোয়
তোমারি চোখ নিয়ে,
সেদিন আমারই মতন
নির্বাক বিস্ময় চেয়ে রয় !!