অভিমানের নিঃসঙ্গ অন্ধকারে
তুমি যদি হঠাৎ ছুয়ে দিতে হাত
চেয়ে দেখতে দুচোখে ;
তোমায় খুজে -খুজে কত
দৃষ্টিরেখায় জুমেছে অসংখ্য ক্ষত !
যদি তুমি জানতে,আমার এই একলা পথে
যখন তুমি মুখ ঘুরিয়ে নাও
আমি ভীষণ উদাসীন ঘুরি-ফিরি পৃথিবীর পথে।
অভিমানী যদি তুমি জানতে
তোমার চঞ্চল মনে যখন ছুয়ে যায় কোন বেদনা
আমি সীমাহীন ব‍্যকুলতায় তোমায় কাছে ডেকে যাই অনুক্ষণ !
যদি তুমি জানতে অভিমানে দুলে ওঠা
তোমার অধর কোনে
লুকানো আমার শত বছরের তৃষ্ণা,
খুজে -ফেরে বাহু যুগল ভীষণ কাছে পেতে।
অভিমানী যদি তুমি জানতে
কত কিছু ঝরে যায় পৃথিবীর পথে
শুধু রয়ে যায় বন্ধন-------
আমি বয়ে বেড়ায়,যখন-তখন ।।