পথের দেখা দুটো কথা ,
মনে রাখে কে কবে বলো?
অথচ পৃথিবীর পথে ঘাটে,
দৃষ্টির ব্যাকুল গভীরে
ডুবে থাকে অসংখ্য চিহ্ন !  


আলো বাতাসে - নিঃশ্বাসে-
অদৃশ্য অনন্তলোকে  অন্ধকারে
  নিদ্রীত নিঃসঙ্গ ব্যথায় কতেক টা কাল ।
তোমার সেই মুখ ,এখন আর পড়েনা  মনে
পথের দেখা ,কথার কথা
সহজে হিসেব খুঁজে অভ্যাস্ত মন ।


  এখানেই হতে পারত সমাপ্ত--
অথচ তৃষ্ণার্থ দৃষ্টির ঐ যে ব্যাকুলতা
তোমার মৃদু হাসির  কোনে
যেখানে অপার সৌন্দর্যে দুটো দাঁতের সম্মিলন ।
  তখন আর এখন ;
চিহ্ন গুলো বয়ে বেড়ায় পৃথিবীর পথ ঘাট ,
কবে কোন দিন  বলো !  না হয় কথা
আমি -তুমি শুধুই পথের দেখা ।।