তোমার সাথে প্রেম সে আমার হয়নি কোন ক্ষণে
সহস্র  চুম্বন ভালোবাসার আলিঙ্গন,
উত্তপ্ত নিঃশ্বাস – এই সব নির্যাস
         সময়ের সহচর
তাই বলে কি তা প্রেম হয় !

     আমি -তুমি পরবাসী  
    ভালোবাসা দেশান্তর,
নিজস্ব ভুবনে নিজেদের চরাচর ।
  কাছাকাছি তুমি আছ
  পাশেই আমার ঘর
শুধু তার হাত বাড়ালে যায় না ছোয়া
  দূরত্ব মেনেছে বন্ধন ;
কেমন আছে খবরা-খবর
ঘর ছেড়ে মন কোনদিন হয়েছে কি মুখোমুখি !


আবদ্ধ কুটিরে সুপ্ত বোধরা আজন্ম লুপ্ত
    কেমনে হয় দেখা ?
এভাবেই ক্ষয়ে যায় প্রেম,আমাদের আয়ূ
সীমান্ত পেরিয়ে আমাদের সীমানা
    দ্বার খুলেনি কভু ।


চোখ তার নিয়েছে চোরাবালি
ভালোবাসার ভরাডুবি
কূলহারা সময়ের গ্লানি
এসব তুমি চেনো ? আমি চিনি-
স্তব্ধ আঁধারে পৃথিবী নিমর্জ্জিত
নির্বাসিত শরীরের গন্ধ ,
শিশিরের শব্দ ভঙ্গে সময়ের চিহ্ন
শূন্য হাহাকার দিকবিদিক--
ভালবাসা মুছে জন্মান্তর কল্পনায়
আরও তোমার  কত কি হলো !
ভালোবাসা -ভালোবাসা দেশান্তর
প্রেম তার কেমনে হয় বলো !