সূর্য ম্লান তিমির মেঘাচ্ছন্নের আড়ালে
মৃদু হিম প্রবাহের স্পর্শে
বদ্ধ আটকে পড়া তুমি ইষ্টকের দেয়ালে।
পক্ষীর কুটিরের চেয়েও ক্ষুদ্র গবাক্ষে
উঁকি দিচ্ছে অবারিত বারিধারা
শ্রবনুভূতি হয়ে উঠেছে শিহরিত
আচ্ছাদনের উপরে পরা সেই ধ্বনির কর্ণপাতে।
দুয়ার আভুষনও দুলছে অস্পষ্ট
অনিশ্চিত রক্তিম আভার অপেক্ষায়।।
জীবন ও হইয়াছে যেন এক আশ্রিত বহমান জল।
কিঞ্চিৎ দিইয়াছে, নিইয়াছেও সামান্য।
দেনা পাওনার দোটানায় না পড়িয়া,
দিব্যি ভালা আছি।