আমার চোখে বিচিত্র এই পৃথিবী,
সবকিছু যেন এলোমেলো চঞ্চল
ক্ষুদ্র বাবুই পাখির সঞ্চিত গৃহের ন্যায় উদ্দাম
কিন্তু দৃষ্টিনন্দন।
তবু  মানুষ যেন সেই হাহাকার ঠেলে
ফসকে মচকে বেড়িয়ে পড়া
জ্বলন্ত গলিত আগ্নেয়ের ধাক্কায়
বার বার কেঁপে ওঠা এই নগরীতে এক ফুটো শ্বাস,
যেন অফুরন্ত জ্বালানির-উৎস ফুরিয়ে নিঃশেষ।
-(সংক্ষিপ্ত)