অন্ধকারে অবচেতন অনুশোচনায়
পঙক্তি গুলোকে বার বার
অযথা মনে করিতে চেষ্টা অবারিত,
হীনমন্যতা ঢুকে গেছে নাড়ে।
ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলোও আজ
জঞ্জালের অবরুদ্ধ বাক্সে বন্দি।


মেঠো পথে গন্তব্যহীন এই অসারের যাত্রা
যেন অঝোর বৃষ্টির ছিন্ন মুকুল বারিধারা
সামনে এগিয়ে চলেছি তো চলছি ই।


সাদা কালো মেঘ জমেছে সেখানে,
যেখানে শিশিরের টুপটাপ ফোঁটার স্পর্শ,
সাথে ভোরের আলোর নিস্পন্দতা ছেয়ে আছে।
এক মুঠো চাঁদের জোছনায়,বিলাসের সেই মিনতি
পূর্ণতা পাক অলেখা কাব্যের প্রতিটি পাতায়।


পৃথিবীর সব অপূর্ণতা আমারই থাকুক
প্রাপ্তির খাতা এখনও সদ্যই রয়েছে পড়ে
সকল ছেড়ে চলে এসেছি এই নিস্তব্ধতায়
শূন্যতাই আমাকে পরিপূর্ণ করুক।