নিঝুম রাতে তুমি আর
সে ছিল শিকলের মায়া
চাঁদের জ্যোৎস্নার মিষ্টি স্নানে
নির্বাক হন্যে হয়ে হারিয়ে ফিরি।


খুব লাজুক লাগে হয়তো
ভাবতেও অবাক লাগে
কল্পনাকেও হার মানায় সে
প্রতি পদক্ষেপ যেন স্মিত
নিশ্চুপ দাড়িয়ে অবলোকন করার
ইচ্ছা সংবৃত রেখেছি তবে-
শীতল শান্ত শুশুভাশিত
নির্মল নিষ্পাপ কণ্ঠধারিণী
এ যে,মনমহিনী রুপরাগিনী
কাদম্বিনী বিহারিণী।


তার অপরুপ, অব্যক্ত অসারে
অসংকোচে কণ্ঠরোধকারিনী।
নিষ্প্রভ চোখপলকে তা
বিন্দুমাত্র দৃষ্টিগোচর হয় না।
তাকে উপলব্ধি অনুভূত উদ্ধোধিত
সংবেদন করতে, গমন করাই শ্রেয়।