ঘন কালো বাদলের, অভিরূপ বৃষ্টি
কি বলবো তা নিয়ে, সে তো স্রষ্টার সৃষ্টি
তার চেয়েও সুন্দরী, মনোরমা কেও থাকে
তন্দ্রাবতী প্রিয়সী মোর, তোমার মুখই ভাসে।


ছলছল উদাস আকাশ, শুভ্র মেঘের মায়া
কানন কুসুম কদম দিয়ে, গাঁথবো তোমার ছায়া
কাশফুলের ব্যাকুলতা, ডাকছে কাছে খুব
বনতলে ঘন শ্যামের, দীঘির পানে ডুব।


শান্ত হল মনোপ্রাণ, এবার টুটির পালা
বিহ্বল মোর সারা শরীর, হারালো সব জ্বালা
চেয়ে দেখি দীঘল কেশ, বাদলে ভিজিয়ে রাখা
চাইনা আমি দেখতে তোমার, একা বসে থাকা।


তবু আমি চেয়ে থাকি, তোমার অপেক্ষায়
থাকুক সে মেঘ ব্যস্ততায়, কে নিবে তার দায়
আকাশ দেখে অনবরত, ফেলছি দীর্ঘশ্বাস
এবার বুঝি ফুরিয়ে এলো, প্রখর চৈত্রমাস।