অন্ধকারের মিটিমিটি তারার হেসে ওঠা আর ওই লাস্যময়ী চাঁদের জোছনার  যেমন কমতি হয় না
তেমনই সকালের সোনালী সূর্যের ঝিলিকের উষ্ণতা, হাফ ছেড়ে বেঁচে ফিরার সময় দেয় না।

"হাজার তারার মাঝেই পাবে খুঁজলে তবে এসে
অন্বেষণে নামবে নাকি হার মানিলে শেষে?
লুকিয়ে আছে দীপ্তির আভায় অক্ষির অগোচরে
হাত বাড়ালেই ভাঙবে আশা পন্ডশ্রমের পরে
চেষ্টা করেই দেখতে পারো হদিস পাওয়ায় আশায়
অযথা সময় করছো টা কি শুয়ে বসে বাসায়?
পেলেও তুমি হতাশ হবে মুখ লুকিয়ে নাও
মাশুলের দায় কিছুটা এবার নিজের উপর দাও
কাব্য আমায় লিখতে পারো বিবেচনায় নিয়ে
অভিজ্ঞতা ছড়িয়ে দিয়ো জ্ঞানের কালি দিয়ে।"