আমি তাকে দেখি না, দেখি না অনেক দিনই হলো
তবুও মাঝে মাঝে মনে হয়
সে যেন আবছা কালো হয়ে মিশে আছে।


খুব ইচ্ছে ছিলো,  
একটি বাসন্তী রঙের শাড়ি কিনে দিতে
তাজা বেলি ফুলের মালা জড়িয়ে দিতে।


সে কি জানে না,তার রাঙা ঠোঁটের মৃদু হাসি
আমার নিদ্রা কেড়ে নিয়েছে।
তার ভুবনমোহন রূপ,
রজনীর গন্ধকেও আরো সুবাসিত করে দিয়েছে।
তার গানে, যে বর্ষণ হয়
আমার তো সেখানে ভিজতে ইচ্ছে করে।


অভিমানী মনের অভিযোগের আড়ালে
দোয়া করি এই শুভদিনে, সুখের আলো যেন
তাকেই খুঁজে পায়।


তবে, কোথাও তার দেখা পাই না।
সে যে নেই কাছে
তবু কালো মেঘের কাছে লিখে পাঠাই
সে যেন হাজার বছর বাঁচে।