নিভু নিভু তমসাচ্ছন্ন বাহিরে
ছায়ায় ঢেকেছে হালকা কুটিরের দুয়ার
সাঁঝ বাতিও অল্প অল্প জ্বলিতেছে
মৃদু বায়ু পশ্চাত হইতে উদ্রিক্ত।
দূরের জাম পাতাও দুলিতেছে
গগনে কেন জানি না আজ
হঠাৎ হঠাৎ ধ্বনি বাজিতেছে।
এমতায় নিস্তব্ধতা ছেয়ে আছে
অচিনপুরের পুরো সীমা জুড়ে।
তন্দ্রা ও হারিয়েছে ও-ই ঝি ঝি শব্দে
জোনাকির আলো মিটি মিটি হাসছে
কুপির সলতেও শুকিয়ে যাচ্ছে
ওই দূরে,শৃগালের প্রতিধ্বনি ও
কর্ণকুহর ভেদ করিয়া যাইতেছে।
এ পল্লীর সমুদয় চোখে মুখে
নিদ্রা নামক বস্তুও হারিয়ে গিয়াছে।
কলুষিত মনুষ্য লোকালয়ে ইহাই কাম্য
তাহা হইতে বের হওয়া বড়ই অসাধ্য
ইহা যে দুর্মতি ফল তাহা স্পষ্ট
তবুও ফলের আশা না করা সাধন করা
মনুষ্য,এই দশায় তিক্ততার সাক্ষী
সে-সকল পক্ষপাত করিলেও অনুশোচনা নিরন্তর।