ও! রজনী রাতে
নিভৃত ভাস্বর
জোনাকির আলোয়
দুটি দু নয়না দ্বীপ
অপলকে বিমোহিত
মুখোমুখি আড়ালেও।


ঝি ঝি শব্দ ভুলে
মুগ্ধতার অবশিষ্ট টুকু
নষ্ট তা বিহঙ্গ কাননে
কাছে কিংবা দূরে
সফিনের শুভ্রের মাঝে
চেনা জানা যতটা
অগোছালোই থাকুক
আশা রেখো না তবে
পাবেনা মুখোমুখি দাঁড়ালেও।


তবু সেই কিছুটা
তৃপ্তির ছেড়া কাঁটা
প্রাপ্তির নিশ্বাস
ফুঁকে বেড়িয়ে পড়া
অবাঞ্ছিত অথবা নিষ্ঠুরতম উপহাস
আবেগের জালে বন্দি
পাবেনা ইতিহাস নাড়ালেও।


ছায়া হয়ে তবুও
বেঁচে থাকা কোন কষ্টের খোঁজে
হাসিখুশি তবু হাহাকার
না দেখা কিছু নির্ঘুম রাতের গল্প
প্রাপ্তির খাতায় যেন শূন্য
তাহা শত পৃষ্ঠায় ছাড়ালেও।