হে প্রান্তর, আমি বিশ্বাস করি,
তুমি এক অবিশ্বাস্য গল্পের কবিতা
তুমি সেই শ্রোতা বিহীন বক্তা
অজস্র ক্ষুদ্র উপন্যাস।


হে প্রান্তর, আমি চিন্তা করি,
তুমি এক বাক শক্তিহীন নিথর দেহ
অগণিত রম্যর আহরণ
সর্ব শান্ত করিতে গ্রাস।


হে প্রান্তর, আমি কল্পনা করি
তুমি মুক্ত তথা স্বাধীন হয়েও
বিষাদে পূর্ণ অবরুদ্ধ
স্ব পদে উন্মুক্ত বাধাহীন।


হে প্রান্তর, আমি ছলনা করি
তুমি চেয়ে দেখো খোলা তেপান্তর
রক্তের ছিটেফোঁটা
ছাপিয়ে গেছে সীমানা।