ছায়া...


তোমাকে দেখার পর,আমিত্ব নেই আর আমাতে,
সব কিছু গন্ডগোল,যত্রতত্র,
এখন এইখানে সব খানে তুমি,
তোমাকে দেখি ছায়া রূপসী!
বাতাসকে মনে হয় তোমার সুগন্ধি এলো চুল,
বৃক্ষপত্র যেন তোমার চোখের হরণী,
কতোটা গভীর দৃষ্টিতে আঘাত হেনেছো
আমার ভূপৃষ্ঠে,
মেঘে মেঘে ভাসোমান পাখি গুলি যেন তোমার কথিত কথার বর্ণাঢ্য মিছিল,
ধরতে চাই,তবুও কথা গুলি ধরা যায় না,
ঠিক মেঘের মতন!
তবে আমার হৃদপিন্ডে লাগালে কেন অধরা হাসির জোছনা!


অভিসারে আসা গোধুলি যেন মনে হয়
তোমার খেপা ঠোঁটের ষড়যন্ত্র কর  আবহাওয়া!
ভীষন এলোমেলো করে দেয় আমার আকাশ,তছনছ হয়ে উঠে বুকের সুষুপ্ত  আবেগ ।
তুমি উল্কার ন্যায় হানা দিলে হৃদয়ের পর্যটনে,
এখন মগজে আর আকাশ কল্পনায়
তুমি,দেখি তোমায় বুকের চার দেওয়ালে!


তোমার বর্বরতার মত পায়চারি এখন
কেবল আমার সকাল-বিকাল-রাত-বিরাতে বুকের পাড়ে আযান দেয়,
অদেখায় ভালো ছিল,না-দেখা মুখ,
ছিলাম একলা একা,নির্লিপ্ত কৃষ্ণচূড়া!
কেন এলে অবেলায় !
শুধু শুধু বিক্ষোভ লাগালে হৃদপিন্ডে,
আমি হাঁটি তোমার পদ ছায়ায় আর
তুমি ট্রেনের মত ছুটো আমার ছায়ার বিপরিতে!
কেন এলে বড় অবেলায়,সময় যে পরাঙ'মুখ!