মৃত্যুর আগে অন্তত একবার ভালোবাসা চাই,
যতটুকু ভালোবাসা ছিল, তা ছিনিয়ে নিতে চাই।
শুধু একবার, তুমিই দাও,
যতটুকু ছিল বাকি, তা নিয়ে যাব—
জীবনের শেষ মুহূর্তে, তুমিই হবে আমার অন্তিম চাওয়া।
এখন কোথাও আর কিছু নেই,
দেহ নিঃশেষ, আত্মা ক্লান্ত।
একটু তৃপ্তির জন্য,
একটি হাত, একটি শরীর, একটি চুম্বন—
বাকি সব অচেনা, অজানা।
মৃত্যু আসবে, তাতে কোনো সন্দেহ নেই,
তবে এর আগে, একবার, একবার কেবল,
ভালোবাসা চাই—
মাটি ও আকাশের মাঝে,
একটুকু শান্তির মুহূর্ত।
যতটুকু ছিল,
তাকে এখন যেন ফিরে পাই—
একবার, একবার,
তবে তারপর চলে যাও—
মৃত্যুর আগে, একবার ভালোবাসা চাই।
এবার, ঠিক যেন শেষ মুহূর্তে,
ভালোবাসার যে অল্প স্পর্শ ছিল,
তা নিয়ে যাব—
মৃত্যু আসবে,
কিন্তু আগে, একবার, একবার,
ভালোবাসা চাই।