তোমার স্পর্শের জন্য আমি তৃষ্ণার্ত,
যেমন বৃষ্টির অপেক্ষায় ফাটল ধরা মাটি,
যেমন বিস্ফোরণের আগে শেষবার জ্বলে ওঠা উল্কাপিণ্ড,
যেমন এক বিন্দু অমৃতের জন্য মরীচিকায় বিভ্রান্ত পথিক।

আমি চাই তোমাকে,
যেন নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করতে থাকা ডুবন্ত প্রাণ,
যেন ভাঙা ঢেউয়ের ওপরে দোল খাওয়া একলা নৌকা,
যেন অন্ধকারে গলে যাওয়া মোমবাতির মৃদু আর্তনাদ।

তুমি অন্তহীন মরুদ্বীপ, তবু তোমার ছায়ায় আশ্রয় খুঁজি,
যেন ক্লান্ত দিন শেষে ঘুমের জন্য কাতর চোখ,
যেন নদীর বুক ভাসিয়ে নেওয়া এক ফালি ভেলা,
যেন সন্ধ্যার পরে ঘরে ফেরার পথ খোঁজা একাকী পাখি।

তোমার জন্য আমি তৃষ্ণার্ত,
যেন শেষ বিন্দু রক্তের অপেক্ষায় বিবর্ণ ঠোঁট।