একটুখানি প্রেমের পরশ,
আলতো করে দিও,
সুখ স্বর্গের তালা খুলে
আমার থেকে নিও।


যখন তোমার প্রেমের পরশ
আমার দেহে লাগে,
যৌবন কুঞ্জে প্রেমের আগুন
আমার মনে জাগে।


তোমার চুরির রিনিঝিনি
পায়েল বাজে পায়,
তোমার রূপের ছটায়
আমার নয়ন পুড়ে যায়।


চুপিচুপি দেখা দেখি
ভালো লাগে না,
ফুলশয্যায় আদর নিও
তোমার যত কামনা।


রাগলে তোমার মুখখানা
যেন সিঁদুর রাঙা,
কিসে তোমার রাগ কমে যায়
মন করে নাও চাঙ্গা।


প্রেমের জ্বালা বড় জ্বালা
জ্বলে হৃদয়ে আগুন,
মেটে না তো সে জ্বালা
আসুক যত ফাগুন।


অনেক কথা বলার ছিল
এ পূর্ণিমার রাতে,
উজার করে সুখ দিও
জীবনসঙ্গীর সাথে।


চাঁদ লুকালো মেঘের আড়ালে,  
দেখতে ও পাইনি তারা,
উদাসী এ মন তোমার খোঁজে
নিশীথে তন্দ্রা হারা।


তুমি এসো থাকবো মিশে,
দেহ মনে প্রাণে,
মুগ্ধ হবো তোমার রূপে,
তোমার স্নিগ্ধ ঘ্রাণে।