আঘাত তুমি সবার জন্য বড় সাংঘাতিক,
হৃদয়কে ভেঙ্গে করো চূর্ণ বিচূর্ণ তুমি খুব মর্মান্তিক।
তোমার আঘাতে বিস্ফোরণ ঘটায় হার্ট অ্যাটাক হৃদক্রিয়া ক্ষতবিক্ষত সর্বাধিক।


ভীষণ জ্বালা পোড়ার আঘাতে  ক্ষতিগ্রস্ত মন ভেঙ্গে করে দাও চুরমার,
বিবেকহীন মানুষের কর্মকাণ্ডে জড়িয়ে দেহের আত্মার অত্যাচার করো তুমি বারংবার ।


আঘাত তুমি বড় বিষাক্ত বিরক্ত অসহ্য অস্বস্তি অশান্তির আরেক নাম অক্ষয় অক্ষম ।
আঘাত তুমি আঘাতে আঘাতে আহত, নিহত জীবের গেল প্রাণ, বাঁচাবার হবে না তুমি সক্ষম।


মন আঘাতে খানখান করে ভাঙবার জন্ম হয়েছে কষ্ট আর আঘাতের,
তুমি হাসতে হাসতে বলিদান  করো প্রাণ, মায়া নেই সেই হৃদয়হীনা পাথরের।


আঘাত হানে হৃদয়ে কষ্টকে বাঁধিয়ে নিয়ে আসে কুড়িয়ে,
তুমি সম্পর্ক ভেঙ্গে ব্যাঘাত ঘটাও নীরবে নিভৃতে দাও সকলের আর্তনাদে উড়িয়ে।


আঘাত তুমি নিষ্ঠুর আচরণ অত্যাচার নির্যাতন খ্যান্ত নহে আত্মহত্যায়,
এ ভবনে তোমার কুমন্ত্রনায় আঘাতে জর্জরিত অশান্তিতে ছটফট করে দেহ যন্ত্রনায়।


আঘাতের বজ্রপাতে নিহত শান্ত নয় তবুও তাতে নেই অবকাশে অভিশাপে,
প্রতিদিন নয় প্রতিক্ষণে তুমি নিস্তেজ হবে কোনো একদিন তোমারি পাপে ।


তোমার স্বভাব চরিত্রে ফুটবে
বিষন্নতায় দিন কাটবে,
অকারণে রেগে গেলে শীতলতায় মনকে মানাতে কি পারবে?