ফুল বাগানে ফুল ফুটেছে ঐ
ফুলের তোড়া গলায় দিয়ে
মালি গেল কই।


ফুলে ফুলে কাশবন, ফুলে ফুলে সাদা,
প্রভাতে ফুল কুড়াতে, জাগ্রত হ‌ই সদা ।


শিশির ভেজা ফুল ঝরেছে  কৃষ্ণচূড়ার তলে,
কে কে যাবি ফুল কুড়াতে আয়রে দলে দলে।


ফুল কুড়িয়ে গাঁথবো ফুলের মালা,
পুষ্পমাল্য গলায় দিয়ে, এবার তোরা পালা।


গোলাপ ফুলের গন্ধে, মাতাল হলো পাড়া,
ফুল কুড়াতে বাগানে, ছুটে আয় তোরা।


ফুল ফুটেছে সাতসকালে,
আয়রে সখি দলে দলে
কদম গাছের তলে ।


বুকের ভেতর দুরু দুরু
আয়রে মালির দল ,
শিশির ভেজা, খালি পায়ে
হেঁটে হেঁটে, শিউলি তলায় চল।


তোমার বাড়ির আঙিনায়
ফুলের বাগান পেলাম,
ফুলের পাপড়ি দিয়ে তোমার
নাম লিখে গেলাম।


যে ফুল কে ভালোবাসে
মানুষ তারে কয়,
ফুলের মালা গলায় দিয়ে
তারে, বরণ করে লয়।


একটি ফুল দিয়ে তোমার
মালা হবে না,
গাছের সেবা না করিলে
ফুল পাবে পাবেনা।


ফুলের মালা বাসি হলে
কিছুই হয়না,
সব ফুল দিয়ে আবার
মালা করে না।


প্রকৃতি ফুটেছে, ফুলের বাগানে
মৌমাছি থাকে মধুর সন্ধানে ।
ঘুরছে ফুলে ফুলে, মধু আহরণে
মধু নিয়ে বাসায় ফিরে মৌ ক্ষণে ক্ষণে।


ফুল ফুটুক সবার, মনে মনে,
ফুল দিয়ে বিয়ে করে,
বর আর  কনে ।


ফুলেল শুভেচ্ছা জানায়
বিশেষ দিনে ,
ফুল গ্রহন করে সবাই
মনে প্রাণে,
ফুল দিয়ে বরণ করে
নেয় কত প্রিয়জনে ।


ফুলের গন্ধে মন, ব্যাকুল হয়ে ওঠে,
বাগানে ফুল ফুটে, মালি ফুলের জন্য ছুটে।


ফুল দিয়ে যুবক যুবতী প্রেম নিবেদন করে,
গোলাপ ফুলের মালা দেবো কাছে পাবো যারে।


প্রিয় ফুল, শ্রেষ্ঠ ফুল,
গোলাপ ফুল,
কে কে যাবে বাগানেতে
ফুল কুড়িয়ে তুল।


ফুলের প্রতি ভালোবাসা
থাকবে চিরকাল,
ফুল দিয়ে পূজা করে
সকল বিকাল।


ফুল ফুটুক সব খানে,
ফুল কিনবে জনে জনে।
ফুলের মর্ম বুঝে যারা,
ফুল গাছের পরিচর্যা করবে তারা।