উন্মুক্ত মনে কামনা শুধু মুক্তি
এ ধরণীতে এমন কর্মে আছে কত প্রশান্তি।


জীব ও প্রাণীর জীবনের প্রতি
ভালোবাসা যার
এ পৃথিবীতে প্রতি দানের আশা নেই তার ।


চিন্তা চেতনায় উদ্বুদ্ধ উজ্জীবিত উজ্জ্বল নক্ষত্র যাহার হৃদয়,
তুমি বট বৃক্ষের মতো ছায়া ছরাও তোমার মনে নেই কোন সংশয়।


প্রতিটি প্রাণ বাঁচানোর আহ্বান  
আশীর্বাদ করো তুমি সবাইকে করো তুমি সম্মান।


জীব ও প্রাণীকে করে যারা হেস্তনেস্ত
হৃদয় হীনা মস্তিষ্কের কার্যক্ষমতা
হ্রাস পেয়েছে অমানুষ আস্ত।


সকল জাতি কে বিভক্ত, বিভ্রান্ত, করোনা তুমি, করো ঐক্যবদ্ধ।
কল্যাণ কামনায় যার অধীর ভাবনা
এ জগতে নাহি তাহার কামনা বাসনা।


সকল জাতির হবে উন্নয়ন করি প্রত্যাশা
সকলের তরে সকলের প্রতি রইলো ভালোবাসা ।