পৃথিবীর একখন্ড আমাদের এই জন্মভূমি
তুমি সোনার বাংলা সবুজ,শ্যামল কি অপূর্ব সুন্দর অপরূপ জমি।
কত প্রশান্তি এনে দিয়ে ছিলে
অন্তরে চির সবুজের সমারোহ প্রকৃতির ছায়া তুমি।


তুমি মহাবীর তুমি মহা নীল বাঙালি জাতির হৃদয় তে,
মনে প্রাণে মিশে আছো তুমি
এই স্বাধীন বাংলার বুকেতে।


দেখিতে কমল মুখোময় দৃষ্টিপথ তোমার যেন মেঘাচ্ছন্ন পরিবর্তন নীলাচল আকাশ,
এই তো আমার, অন্তরের গভীর আত্মপ্রকাশ।


তুমি ছিলে উজ্জ্বল স্বপ্ন ভরা বাঙালীর সাজ রূপ,
মায়া ভরা হাঁসি তোমার দৃষ্টিকোণ যেন তদ্রূপ।


যাদের স্মরণে জেগেছে দেখো বাঙালী জাতি কুল,
যারা তোমাদের কে হত্যা করেছে
তাদের থাকবেনা বাংলার মাটিতে পায়ের নিচের ধুল ।


আমরা শপথকারী স্বদেশ বাংলার সেনার দল,
আহবান তোমাদের গড়িতে সোনার বাংলা, চল চল অবিচল।