- "ভালোবাসি"
- "পৃথিবীর সুপ্রাচীন মিথ্যা"
- "মিথ্যাকে দেখতে কেউ তেত্রিশ তলা ছাদের কিনারে যায় না"
- "আগুনলোভী নির্বোধ পতঙ্গ ছাড়া"
- "আগুনকে আরো স্বর্গীয় করে তোলে"
- "নারকীয়, মাংশের নরককে স্বর্গ ভেবে ভুল করে"
- "মাংশের সুঘ্রাণে স্বর্গীয় ফুল ফোটায়"
- "বদ্ধ উন্মাদ, ভুল স্বর্গের ভুল বাসিন্দা"
- "শুদ্ধ নরকের সুস্থ মানুষের চেয়ে ভালো"
- "শূন্যে তোমার রাজপ্রাসাদ"
- "শূন্যে তুমি ভীষণ শূন্য"
- "তবু জোছনা-মিথ্যা নই"
- "রৌদ্র-সত্যও তো নও"
-" 'ভালোবাসি' ভীষণ মিথ্যা"
-" 'ভালোবাসি' খুব সত্য"