ও হে বীর-
মানিয়া লও যত দোষ তব,
নত করি নিজ শির।
বিঘ্নে যবে মিলাইয়া যাইবে সব তীর,
হেথা দেখাইও যত জোর তোমারি ধী’র।


যেথা ঘটিবে অনাচার, হে ধীর
প্রতিবাদ করিও হেথা সদা উচ্চ করি শির।
ও হে বীর-
কিছু করিও এথা
যেন ভবিষ্যতে হইবে শান্তির নীড়।


ও হে বীর-
তুমি অহংকার এ মহীর!