তুমি-
সূর্যের তেজকে হার মানিয়েছো
চাঁদের স্নিগ্ধতাকে হার মানিয়েছো
বজ্রের ক্ষমতাকে হার মানিয়েছো
বর্ষার কোমলতাকে হার মানিয়েছো
তবে-
তুমি কেন পারবেনা?  


তোমার-
চঞ্চলতা ঝর্ণার চেয়েও বেশি
মহিমা হিমালয়ের চেয়ে উঁচু
গুণে সাগরের থেকে বিশাল
রংধনুর থেকেও রঙিন-
তুমি কেন পারবে না শ্রেষ্ঠ হতে?  


তোমার-
গতি ঘোড়ার ন্যায়
স্বভাব চাবুকের ন্যায়
হৃদয় পুষ্পের ন্যায়
মুখশ্রী স্বর্ণের ন্যায়
তুমি কেন পারবে না বিশ্বকে ছাপিয়ে উঠতে?