রাজ্যের সব পিপড়াগুলো
হয়ে গেছে বড় বেশী বেসামাল
আজকাল ওরা আর ময়রা মুদির
ছিটে ফুটো মিষ্ঠি খেয়ে খুশী না
টেনে নেয় ইক্ষু শিল্পের আখ রসের মজুত
কিংবা হামলা চালায় চিনি মিলের গুদামে।


আর ইদুরগুলো
সে তো আরও বেশী বেসামাল
ওরা এখন আর গর্তে কিংবা ঘরের কোণে
থাকতে রাজী-ই না
আজকাল ইদুরেরাও চায় রাষ্ট্রীয় স্বীকৃতি
রাজকীয় পৃষ্ঠপোশকতায় ভাগিয়ে নেয়
রাষ্ট্রীয় কোষাগার নয়তোবা
কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট থেকে
বিশাল বিশাল মুদ্রা থলে কিংবা সোনার বার।


শুনেছি সম্প্রতি খনির কয়লাগুলোও
নাকি খেয়ে করে দিচ্ছে সাফ
কিন্ত এ তো পিপড়া কিংবা ইদুরের কাজ নয়।
তবে কি ঘুন পোকা নাকি ছারপোকা
হতেও পারে বেজী কিংবা গুইসাপ।
আবার এমনটা শুনবোনাতো যে
হাড্ডিসার চাপোষা সব শ্রমিকেরা
দাত মাঝতেই সব কয়লা করে দিছে সাফ।
হলে হতেও পারে
যেখানে ভিক্ষুক আর শ্রমিকের ঝাকুনিতে
ধ্বসে পড়তে পারে মস্তবড় ইমারত
সেখানে এ আর বেশী কি।


সময়ের ব্যবধানে ক্ষমতার আশ্কারায়
সমাজের ক্ষুদ্র প্রাণীগুলোও
সত্যিই হয়ে গেছে বড় বেশী বেসামাল।।