বাবার মুখে শোনা সুখ শান্তিতে ঘেরা
রাজধানী এই ঢাকা শহর,
আজ নেই তো আর সেই ঢাকা।
ঢাকা যদি থাকেই ঢাকা
সেতো সুখ শান্তি আর স্বাচ্ছন্দে নয়,
অশান্তিতে ঢাকা।
রাজপথের এই গলির বাঁকে
চলছে কত দিনে রাতে
খুন খারাবি অত্যাচার আর মাস্তানি,
রাস্তায় গেলে যানজটিএর হয়রানি।
ঘুম আসেনা রাতের বেলায়,
রোড শেডিং আর মশার জ্বালায়
সব মিলিয়ে কোন মতে জীবন রাখি,
এই নিয়ে আমরা সবাই ঢাকায় থাকি।