জীবন আমার ধন্য আজি
তোমাকে পাওয়ায়,
তাইতো বড় ইচ্ছে হয়
নতুন নামে ডাকবো তোমায়।
তুমি মোর হৃদয়ের
পাপড়িতে গাথা মালা,
ভাবি বুঝি ডাকি তবে মালা।
কিন্ত সে তো সবাই ডাকে,
তবে কি নামে ডাকবো তোমায় ?
প্রথম দিনের প্রথম চাওয়ায়
তুমি কেড়েছো মোর হিয়া,
তবে কি ডাকবো তোমায় হিয়া ?
নাকি রিয়া, পিয়া নয়তো পাপিয়া,
না, সেতা খুব সাধারণ ।
তুমি মোর স্বপ্নের রংতুলি,
তাই ভাবি ডাকি তবে তুলি।
না, এও নয় তোমার যথার্থ উপমা,
তয় কি নামে ডাকবো তোমায় ?
মালা্, হিয়া, তুলি নাকি প্রেমা।
না, মন উঠছে না যে কিছুতেই
আচ্ছা তুমিই বলে দাও,
কি নামে ডাকবো তোমায়।