নেত্রকোনা মানে বেদনা
বিস্মিত এর কারণ,
এবার  তবে করি বিশ্লেষণ।
নেত্র মানে নয়ন,
নয়ন কোনে কি রয়েছে
হয়ত সবাই জানেন।
চোখের জলে গড়া মোদের
এই জেলাটি তাই,
নাম রেখেছে নেত্রকোনা।
তাইতোরে ভাই,
জেলা বাসীর দূঃখের সীমা নাই।
ভাটি বাংলায় অবস্থিত
এই জেলাটি তাই,
হরহামেশাই ফসলাদি নষ্ট করে
বান, তুফান আর বন্যায়।
আর কতদিন ফেলতে হবে
মোদের চোখের জল।
কখন মোদের শেষ হবে
যে দুঃখের দাবানল্
নেত্রকোনে আসবে কবে
আনন্দ সুখের জল।