ছিন্ন করে নিঃসঙ্গতার ছেড়া পাল
করতে চেয়েছি কতবার
বাউন্ডুলে জীবনের অবসান।
বৃথা চেষ্ঠা করেছি যতবার
প্রতিবারই হয়েছি নিস্ফল
একাকিত্ব যেন  অক্টোপাসের মত
আকড়ে ধরেছে আমায়।
ভেদ করে শূণ্যতার বেড়া জাল
বেড়োতে চেয়েছি অনেকবার
পারিনিতো  শত চেষ্ঠায়
পাইনি পূর্ণতার আচ্ছাধন
বরং ভোগেছি বিষন্নতায়।
অতৃপ্ত হৃদয়ের আকুলতা
শুধুই কি অরণ্যে রোধন
থেকেও কাছে নেই আপন জন
বুঝি আমি তাই কতটা
তীব্রতর হয় নিঃসঙ্গতার আস্ফালন।।