বেঁচে থাকার অধিকার
সবারই আছে,
তবুও করতে হবে সবর্দা
মরণকে স্বীকার।
বড় হওয়ার অধিকার
তারই আছে,
নিজেকে যে সদা
ছোট ভাবতে স্বীকার
বড়তো সেই সকলের কাছে।
শাসন করার অধিকার
তার জন্যই সাজে,
করতে জানে যে স্নেহ-আদর
তাকেইতো ছোটরা মানে।
সুখী হওয়ার অধিকার
আছে যে তারই
দুঃখের কাছে যে সর্বদা
নত হতে স্বীকার
সূখীতো সেই দুনিয়াতে।
এ জীবনে যে না করে
বেশী কিছু পাওয়ার
চায় শুধু সুস্থ সফল জীবন
সেইতো সুখী হয়।
এটাই যে তার
ন্যায্য অধিকার।।