সেদিন ছিল বৃষ্টির দিন
নীরদে ঘেরা সারাটি গগণ
ভাসেনিতো সবিতা
ঘরে বসেই কেটে যাচ্ছিল সময়টা
লিখব বলে কবিতা
টেনে নিলাম পান্ডলিপিটা,
ভেসে আসছিল দিঠি পাতে
শৈশবের কিছু স্মৃতি কথা।
ছোট বেলায় ঝড়ের দিনে
কৃড়িয়েছি কত আম,জাম,লিচু।
ঘুরেছি কত মাঠে ঘাটে
পাড়ার সকল ছেলে মিলে
ছুটেছি কত বন জঙগলে
সমান করেছি সব উঁচু নিচু।
হয়তোবা মানিনি সেদিন
গুরুজনদের কোন মানা।
আজ ভাবতেও জাগে শিহরণ
কত সূখের ছিল সে জীবন
কতইনা মধুর ছিল
সেদিনের সেই সব স্মৃতি।।