ওগো মোর আঁধার রাতের তারা
তুমি মোর এ পরাণে
জাগিয়েছো সারা।
তোমাকে খুঁজেছি এই নভোঃমন্ডলে
কাটিয়েছি কতই না যামিনি
অনিদ্রায় অবিরলে।
সেই যে ভেসেছিলে তুমি হাজার তারার মাঝে
সিক্ত বরষার শাওন রাতে
কতই না নিত্য সাজে।
আর তো দেখিনি কভু তোমায় বিশাল এ গগনে
তবুও ভেসে আছো তুমি
মোর স্মৃতির সনিপুণে।
ওগো মোর পুষ্পদামের প্রথম ফোটা কলি
তুমি কি গোলাপ নাকি
শিউলি, চামেলি বেলী ?
কুমুদ কাননে মহাসৌরভে ফুটবে যখন তুমি
পুর্ণ হবে মোর রিক্ত হৃদয়
তোমার পরশ লভে।
তুমি মোর শিশির রেণু সিক্ত মনের নিহা
এ জীবনে ফুড়িবেনা কভু
তোমাকে পাওয়ার স্পৃহা।