মার্চ ঊনিশশত একাত্তর থেকে দুইহাজার আঠার
এরি মাঝে পেড়িয়ে গেছে কত দিন, মাস, বছর
বিশ্বে আমরা একটি সার্বভৌম স্বাধীন দেশ।
আজ পঁচিশ মার্চ কাল ছাব্বিশ,
আজ একটি কথাই চড়ে আছে
বাংলার মানুষের মুখে মুখে
রয়েছে যে কথায় শান্তি সুখে দুঃখে।
একাত্তরে যে কথাটি বলতে গিয়ে দিতে হয়েছে
মা-বোনদের ইজ্জত আর লাখো শহীদের তাজা রক্ত,
কত মায়ের কোল হয়েছে রিক্ত।
যে কথাটি বলার জন্য পেরুতে হয়েছে
পঁচিশে মার্চের সেই কালো রাত।
যে কথাটি এনে দিল একটি সুপ্রভাত,
এনে দিল একটি প্রতীক, একটি পতাকা।
যাতে ফুটে উঠে মনের যত আশা আকাঙ্খা।
এই মহান কথাটি কোন কথা?
সেটি হল আমাদের স্বাধীনতার কথা।।