তোর শহরে এখনও বৃষ্টি ঝরে
বেখেয়ালে হেসে ওঠে তোর শহর
ভাঙা পথ ধরে হেঁটেছিলাম
ভাঙা আলোর পথে তোকে নিয়ে।
ভাঙতে গিয়ে গড়ে ফেলেছি
পুরো একটা কবিতা।


স্বপ্নের মাঝে জট পাকিয়ে পড়ে থাক
ধুলোমাখা তোর শহর
তোর শহরে কত স্বপ্ন ভেঙে যায়
খবর রাখেনা কেউ তার।


ভোর রাতের
শিশিরপাতের স্বপ্নটা চিরকুটে
আর টুকে রাখা হয় না।
কবিতার খাতার ভাজে
আজও কেঁদে চলে তোর শহর
পড়ে থাকে দু’ চোখে শূন্যতা
শুধু নিঝুম হৃদয়।


আর জেড রাসেল
রচনা তারিখঃ ২০১৪-০৯-১৫