তুই আঁকড়ে ধরেছিলে এই রোদ্দুর
তবুকেন খেলাছেড়ে চলে গেলি
তারপর অবশেষে তোকে লুটেনিল
নিরালা নীল মাঠে...
এসব না হয় আজ থাক
যেখানে প্রশ্ন উঠবে।


আজ আমার কাছে তুই জানতে চাইলে বলব-
এবার ফিরে যাব মাঠের আল ধরে একা একা
যখনি তুমি জানতে চাইবে – বলব
বাড়ির সামনের কৃষ্ণচূড়াগাছটা
গত বর্ষায় বেঁচে উঠেছে আবার।


তুমি জানতে চাইলে – বলব
কৃষ্ণচূড়াগাছের কথা, কাঠবেড়ালীর মাঠ পেরোনোর কথা
তারা আজ আমাদের সংসারের সদস্য।
শুধু তুমি... না থাক আজ এতটুকুই–
জেনে রাখুক সবাই–
কৃষ্ণচূড়ার ফুল টকটকে লাল – ঠিক রক্ত যেমন।


তবু আমি অনেক খুঁজেছি তোকে
অনেকের মাঝে, অথবা কোন একজনের মাঝে
এক নিমেষে অথবা অনেকক্ষণ ধরে
এইতো সেদিন অনেকক্ষণ ধরে খুজলাম সেদিন তোকে
অন্য একজনের মাঝে।


আর জেড রাসেল
রচনা তারিখঃ ২০১৪–০৬–২২