কতটা সময় বয়ে গেলো
কতটা জল ঢেউ তুলে সমুদ্র দিল পাড়ি
খুব ভালোবাসো
আমি বুঝে নিলাম


তাই ভালোবাসা
নিলামে তুলেছ নির্দ্বিধায়
বেহিসেবি ভালোবেসে আজ হিসেবের খাতা খুলি।
খেয়ালী খেলায় মেতেছিলে তুমি
জীবনের জোগানে পরাজিত আমি
জীবন নিয়ে কেন এত খেলা!


ভালবাসার কাছে পরাজিত আমি
একটু ভোরের আলোর জন্য পরাজিত আমি
ঝুম বৃষ্টি অথবা শিশিরের শব্দের জন্য পরাজিত আমি
তোমার অথবা তোমাদের কাছে পরাজিত আমি।


হৃদয়ে তুমূল তোলপাড়
তোমাকে পাবার তীব্র আকুতি চোখে স্বপ্ন;
ভাঙা স্বপ্নের নীরব কান্না-
এই অশ্রুহীন চোখে পরাজিত আমি
হিসেব কষতে বসি।


খুব ভালোবাসো
আমি বুঝে নিলাম
তাই ভালোবাসা
নিলামে তুলেছ নির্দ্বিধায়।


আজ পরাজিত আমি
আঁধারে করি আর্তনাদ
চোখের কোনে নোনা বৃষ্টির মেঘ জমে
মেঘ জমে, জমে বৃষ্টি হয়ে ঝরে যায়।


পরাজিত আমি
হিসেবের খাতা খুলি।


আর জেড রাসেল
রচনা তারিখঃ ২০১৪-০২-২৬