বুকের ভিতর স্বপ্ন নিয়ে
স্বপ্নগুলো থমকে আছে
কাটছে সময় এমন অসহায়
কোথা কোথা খুঁজেছি তোমায়।


কত কত প্রশ্ন এসে থমকে দাঁড়ায়
আটকে যায় ঠোঁটের কোণায়।
দূর সমস্ত হাতছানি
অর্তকিত শিহরণ খুঁজে পালিয়েছে জোনাকি।


সাঁঝের বেলায় মধ্যরাতের আঁধার নামে
গভীর রাতে হঠাৎ করে বাঁধ ভাঙা কান্না
কেউ দেখেনি জলছাপা দুটো চোখ
কেউ দেখেনি – দেখেছে জোছনা।


কেউ বোঝেনি
বুঝেছে একটি ঘাসফুল
আর ঘাসফড়িঙের দল।
জলছাপা দুটো চোখ
দেখেছে শুধু জোছনা আর জোনাকির দল।


আর জেড রাসেল
রচনা তারিখঃ ২০১৪-০৩-০৭