যাচ্ছে রমজান
তোলো কুজন
চোখে নাহি নিদ,
আসছে ফিরে
সবাইকে ঘিরে
ঐ যে খুশির ঈদ।
তাই দিতে চাই
সবাইরে আমি
ঈদের শুভেচ্ছা বাণী,
এবং দোয়া চাই
সবার কাছে
যেন কল্যাণ বয়ে আনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক।