একটা দেশের একগাদা লোক; রোজ সন্ধ্যায় গর্জে ওঠে,
চায়ের পেয়ালার মুখ ডুবিয়ে; দেশকে নিয়ে তর্কে মজে।


খবরের কাগজে মুখ গুজে; কেউ বলে তার চাকরি চাই,
P.H.D. করেছি কি চপ শিল্প করবো তাই?


একদেশে প্রচুর বেকার; সরকারেরাও ফন্দি আঁটে,
এদেরকে চুপ করাবে; মেরে নয় মন্ত্র ফুঁকে।


রোজ সন্ধ্যায় নিয়ম করে; সকল বেকার শুনতে পায়,
একদল মানুষ রাজপথ ধরে; কিছু বলতে বলতে যায়।


জবান বডারমে মর রাহা হে; অর তুমারা চাকরি চাই!
এমন করলে তুমিই বলো; কিকরে চলবে ভাই?


চায়ের আড্ডা ঠান্ডা হয়; ঠিকই তো হক কথা,
পাকিস্তানকে জব্দ করো; তাহলেই ফুরোবে ব্যাথা।


অমনি ঝোপে ওটা কেরে বিপ্লব এলি নাকি?
তা উলঙ্গ রাজাকে উলঙ্গ বলে; কোথায় দিয়েছিলি ফাঁকি?


অমনি শিশুটি কেঁদে উঠে ধমক দিয়ে বলে;
গাঁধার দল আজ না গর্জে উঠলে; এ দেশ কিকরে চলে?


যে দেশের রুটির জন্য দেশের নায়ক চিন্তা করে,
সেই দেশে পিঁপড়া মেরে কুমির মারার ঢং করে


ওরে নবীন ওরে প্রবীণ; গর্জে ওঠার এটাই সুদিন
ভাতের জন্য যুদ্ধ হোক; চপ খেয়ে আর বাঁচবি কদিন?