নিরুপমা এই ইট-কাঠের শহরে
আমার দম বন্ধ হয়ে আসছে।


নিরুপমা তুমি আমায় তোমার বুকে টেনে নাও
তোমার বুকের ওই আতরের গন্ধ
আমার ক্লান্তি ভুলিয়ে দেয়,
একটা কুঁড়েঘর, এক ঝাক শালুক ভরা দিঘি
তোমার বুকের মধ্যে আছে
নিরুপমা আমাকে ছাড়পত্র দাও;
আমি ক্লান্তি ভুলতে চাই।


নিরুপমা তুমি এসো
তোমার সকল ব্যস্ততা পেছনে ফেলে
আমায় একটা বসন্ত দাও,
আকাশ ভরা শান্তি দাও
মায়ের আঁচলের মত শান্তি।


নিরুপমা তোমার কাছে একটা সন্ধ্যা চেয়েছিলাম
তুমি শাড়ি পড়লে চারিদিকে সন্ধ্যে হয়ে যায়,
নিরুপমা একটা সন্ধ্যা দাও আমায়;
আতরের গন্ধ দাও আমায়।