নিরুপমা আমার ভেতর; আস্ত একটা পৃথিবী
একটা ঝকঝকে সাদা নদী, একঝাক ফুল গাছ,
একটা খোলা নীল আকাশ, একটা পাখি ঘর,
নিরুপমা আমার ভেতর; আস্ত একটা পৃথিবী
ফুরিয়ে যাচ্ছে অনাদরে
নদীতে আজ শুকিয়ে কাঠ, ফুল গাছে ফুল ধরেছিল সেই শেষ কবে কারো মনে নেই!
আকাশ কালের নিয়ম ভুলে কালো হয়ে আছে
পাখিরা গান বাঁধতে ভুল করে, বাসা বাঁধতে ভুল করে!
নিরুপমা আমার পৃথিবী একটা ভগবান চায়
যে এই দুর্ভিক্ষ থেকে বাঁচিয়ে নেবে সবাইকে; সবকিছুকে
নিরুপমা তুমি পাথরের চাইয়ের মত ছুটে এসো আমার ভেতর
এই নিশ্চুপ এই থেমে যাওয়া এই বোবা পৃথিবীকে প্রাণ দাও
নিরুপমা তুমি ভগবান আমার পৃথিবীর সুচিন্তক।