চলো আমরা একটা প্রেম করি
সত্যিকারের প্রেম,
যে প্রেমে থাকবে না কোনো মিথ্যার আশ্রয়,
থাকবেনা কোনো অহংকারের মায়া পর্দা,
যে প্রেমে,
গ্রামের বেঁকে যাওয়া আল পথটা ধরে
তুমি আর আমি প্রতিটি পূর্নিমার রাতে;
নিয়ম করে চাঁদ দেখতে বেরোবো।
বসন্তে আবিরে সবার আগে তোমায় রাঙ্গাবো,
তুমিও অন্য কোনো পুরুষ নয়
সবার আগে আমায় রাঙ্গিও
একসাথে শ্রাবণে কৃষ্ণচুড়ার স্নান দেখবো,
বৈশাখের সন্ধায় জোনাকির খেলা দেখবো,
শীতে বুলবুলির পাকা নিমফল খাওয়া দেখবো।
চলো আমরা একটা প্রেম করি
সত্যিকারের প্রেম
যে প্রেমে তুমি সাঁজবে শুধু আমার জন্য....।