মানুষ জন্মায় কিছু করবার জন্য,
কেউ দুটো গাছ বোনে,
কেউ দুটো পাখি পোষে,
কেউ ভিখিরিকে দুটো পয়সা দেয়,
কেউ মাছ মারে,
কাজ কিন্তু সকলেই করে।
কেউ চুরি করে,
কেউ দুটো মানুষ মারে,
সকলেই কিছু না না কিছু কাজ করে,
মানুষ জন্মায় কিছু করবার জন্য।


♣♣
প্রত্যেকটা মানুষের ভেতর একটা মরুভূমি থাকে,
মানুষটি সেই মরুভূমির একমাত্র গাছ;
সে চায় একটু জল একটু বাতাস,
সেগুলো না পেলেই তার দমবন্ধ হয়ে ওঠে
সে মন্দ কাজে মন দেয়,


♣♣♣
যে মরুভূমিতে ভালোবাসা থাকে সে মরুভূমি কখনো পৃথিবীর অনিষ্ট করে না।