তোমার বুকে খরস্রোতা নদী
কত যে ভাঙ্গে আর গড়ে
জাগে নতুন নতুন চর
অপার সম্ভাবনাময় স্বপ্নের আশায়।


আমার বুকে সুউচ্চ পাহাড়
অবিচল অটল যেখানে
সরু সর্পিল বন্ধুর পথ
শুধু স্থির দাড়িয়ে থাকা।


তোমার নদী আমার পাহাড়
একটা বহমান একটা স্থির।