নির্বাচন এলে দিগন্ত জুড়ে বহে
বাসন্তী হাওয়া
আমাদের ঘরের চা‌লায় শুনি
নিত্য নতুন কোকিলের ডাক
মনকাড়া তার মোহনীয় সুর
নৃত্যে গানে মুখরিত শহর বন্দর বস্তী
গায়ের মেঠো পথ
ফটকে ফটকে ব্যানার ফেস্টুন
মানবতার ভরা মৌসুম
আমজনতার ঘরে যেন উৎসবের ধুম।
আত্মভোলা কাক বারবার করে এক‌ই ভুল
প্রফুল্ল চিত্তে তা দিয়ে সে ফুটায়
কোকিলের ডিম
কে বোকা
কাক না আমজনতা!