আকাশে বাতাসে মেঘের মিছিল
সূর্য দিয়েছে গা ঢাকা
তেলহীন প্রদীপের মতো পড়ে পড়ে আছে
জীর্ণ চাঁদ,
জমাট অন্ধকার জেঁকে বসেছে পৃথিবীর
বুকে-পিঠে
ভেসে আসে নক্ষত্র পতনের শব্দের মতো
কান্নার আওয়াজ।
ঐ যে সুদূর মহাকাশ চির রহস্য ঘেরা
অজানা অসীম
সেখানে কত যে ব্লাকহোল আর কত না
গ্রহ নক্ষত্রের পতন কে জানে!
মহাকাশ না ঘুরে পৃথিবীকেই এক নজর
ভালো করে দেখুন,
প্রতিনিয়ত মনুষ্যত্বের পতন।